অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

দশদা, ত্রিপুরা ঃ গত ৩০শে আগষ্ট উঃত্রিপুরা জেলার দশদা গৌরীশঙ্করপুরের বিশিষ্টমার্গী বিভাস দাস,অঞ্জন দাস ও অসিত দাসের বাড়িতে সকাল-৬টা থেকে ১২ঘন্টা ব্যাপী অখণ্ড বাবা নাম কেবলম্‌ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রায় পাঁচশতাধিক মার্গী ভাইবোন ও আগরতলা ডায়োসিসে কর্মরত আনন্দমার্গ প্রচারক সংঘের  সর্বত্যাগী সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা কীর্ত্তনে উপস্থিত ছিলেন৷ কীর্ত্তন শেষে আনন্দমার্গ দর্শন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷

কুলাই ঃ গত ৩রা আগষ্ট ধলাই জেলা কুলাই নিবাসী আনন্দমার্গী অনুকা পালের বাসগৃহে তাঁর ভাইপো তুহিনাষ্ণু পালের জন্মদিন উপলক্ষ্যে তিন ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷