অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গুয়াহাটি ঃ গত ২২শে ও এপ্রিল অসমের  আমবাগানের  বিশিষ্ট আনন্দমার্গী অমর সাহার বাসভবনে কন্যা পূজা সাহার জন্মদিন পালন উপলক্ষ্যে ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখন্ডকীর্ত্তন  অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে  প্রভাতসঙ্গীত ও কীর্ত্তন  পরিচালনা করেন  শ্রীমতী শুক্লা সরকার, প্রদীপ মন্ডল, অরুণ মন্ডল প্রমুখ৷ অখন্ড কীর্ত্তনের পর বক্তব্য রাখেন আচার্য সিদ্ধিনাথানন্দ অবধূত৷ কীর্ত্তনান্তে পাঁচ শতাধিক ভক্তকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷