অখণ্ড নাম সংকীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৯ই মার্চ’২৪ টাটুয়াড়া নিবাসী শ্রীকেজুলাল কুমারের বাসভবনে মানসিক শান্তি কামনায় সকাল থেকে ৬ ঘণ্টা অখণ্ড নাম সংকীর্ত্তন ‘বাবা নাম কেবলম্‌’, মিলিত ঈশ্বর প্রণিধাণ, স্বাধ্যায়, বর্ণার্ঘ্যদান ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷