অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হোক

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ফুটবল, হকি বিশ্বকাপ হয়, অলিম্পিকে ফুটবল ও হকির অন্তর্ভুক্তি হয়েছে বহু বছর আগে৷ হকি, ফুটবল ও অন্যান্য জনপ্রিয় অ্যাথলেটিক্স অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়ার দরুণ ক্রিকেটের মত অতি জনপ্রিয় খেলাও অলিম্পিকে অন্তর্ভুক্তির দাবী উঠেছে বিগত কয়েকটি অলিম্পিক পরিচালন কমিটির মিটিংয়ে৷ কিন্তু ২০১৪-র অলিম্পিকেও ক্রিকেটকে দেখা যাবে না৷ ২০১৮-র অলিম্পিকে যাতে ক্রিকেট অন্তর্ভুক্ত হতে পারে তা নিয়ে আলোচনা চলছে৷ এমসিসি-র ওয়াল্ড কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং বলেছেন ক্রিকেটকে অলিম্পিক ইভেণ্ট করার জন্যে ইতিবাচক আলোচনা হয়েছে৷ অলিম্পিক কমিটি থেকে বলা হয়েছে ক্রিকেটের মত জনপ্রিয় খেলা অলিম্পিকে আসলে অলিম্পিকেরই মান বাড়বে৷ তবে ক্রিকেট খেলা তো অন্যান্য খেলার তুলনায় বেশী সময়ের খেলা৷ তাই দু-সপ্তাহের সময়ের অলিম্পিকে ক্রিকেট খেলা অন্তর্ভুক্ত হলে অলিম্পিক কমিটিকে বিশেষভাবে ক্রিকেট ইভেণ্টের আয়োজন করতে হবে৷ তবে আলোচনার মাধ্যমে দু’সপ্তাহের মধ্যেই অংশগ্রহণকারী দলগুলির মধ্যে প্রতিযোগিতা হতে পারে৷ আইসির পক্ষ থেকে বলা হয়েছে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করলে কীভাবে প্রতিযোগিতা হবে --- সে বিষয়ে নিয়ম-নীতি ঠিক করা যাবে৷ অসুবিধা হওয়ার কোনও কারণ নেই৷

আগামী সেপ্ঢেম্বরে অলিম্পিক কমিটির সভায় এই বিষয়টি বিশেষ আলোচনার বিষয় হবে বলে ক্রীড়ামহলের ধারণা৷ সেই সভায় ওয়াল্ড ক্রিকেটের একজন সদস্য হিসেবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত থাকতে পারে বলে সংবাদে প্রকাশ৷ তবে আইসিসি তার আগে নিজেদের মধ্যে আলোচনা চায়৷ সেই কারণে মাইক গ্যাটিং জানিয়েছেন---পনেরো দিনের অলিম্পিকে যাতে ক্রিকেটকে জনপ্রিয় রেখে একটি প্রতিযোগিতার ফরম্যান রূপায়ন রাখা যায় তবে অলিম্পিকে ক্রিকেটের আসাটা কোনও সমস্যার মধ্যে পরছে না৷ একবার অন্তির্ভুক্তি হয়ে গেলে প্রতিযোগিতার খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে ভাবনা-চিন্তা করা হবে৷ তিনি আশাবাদী আগামী ২০১৮ অলিম্পিকে ক্রিকেটকে দেখা যেতে পারে৷

এদিকে ৫০ ওভারের ক্রিকেটের কিছু নিয়মনীতি নিয়ে সম্প্রতি আলোচনা চলছে আইসিসি-র কমিটিতে৷ ওভার থ্রো-র নিয়ম নিয়ে কিছু প্রশ্ণ উঠছে৷ বিগত বিশ্বকাপ ফাইনালে একটি ওভার থ্রো-র জন্যে ছয় রান পেয়েছে বেন স্ট্রোক৷ উত্তেজনাকর পরিস্থিতির ওই বিশ্বকাপ ফাইনাল ম্যাচে একটি রানই যথেষ্ট গুরুত্বপূর্ণ চিল৷ অনেকের মতে ওই ওভার থ্রো-র ফলে পাঁচ রান পেতেন বেন স্ট্রোকস্৷ এতে ইংলণ্ডের মোট রান থেকে একটি রান বাদ গেলে ফলাফল অন্যরকম হতেই পারত৷ সুপার ওভার নিয়েও আলোচনার দরকার৷ ক্রিকেটকে আরও ত্রুটিমুক্ত ও আনন্দদায়ক তথা জনপ্রিয়তার শিখরে আনার চেষ্টা আইসিসি করে যাবে বলে জানিয়েছেন আইসিসি-র চেয়ারম্যান৷ মনে করা হচ্ছে আগামী দিনে বিশ্বক্রিকেটের কিছু নিয়মের পরিবর্তন হতেই পারে৷