আগামী ২০২৮ সালের অলিম্পিক্সের খেলায় স্থান পেল আরও চারটি নতুন খেলা৷ লস এঞ্জেলসের গেমসেরক্রীড়া তালিকায় জায়গা পেল ক্রিকেট-সহ মোট পাঁচটি অনিয়মিত খেলা৷
অলিম্পিক্সে ক্রিকেট নতুন নয়৷ ফিরছে ১২৮ বছর পর৷ ১৯০০ সালের পর আবার ২০২৮ সালের অলিম্পিক্সে দেখা যাবে ক্রিকেট৷ ক্রিকেট ছাড়াও আরও চারটি খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে লস এ্যাঞ্জেলস গেমসে৷ এই চারটি খেলার মধ্যে দুটিকে প্রথমবার দেখা যাবে অলিম্পিক্সে৷ সেগুলি হল স্কোয়াশ ও ফ্ল্যাগ ফুটবল৷ এছাড়াও ২০২৮ সালের গেমসে বেসবল-সফটবল ও ল্যাক্রোস৷ মূলত আমেরিকাতেই জনপ্রিয় ল্যাক্রোস ও ফ্ল্যাগ ফুটবল৷ ২০২৮ সালের গেমস আয়োজক হিসেবে এই দুটি খেলা অন্তর্ভুক্ত করেছে তারা৷ যদিও ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির অনুমোদন নিতে হয়েছে লস এ্যাঞ্জেলসের আয়োজকদের৷
গত সোমবার মুম্বইতে আইওসির বৈঠকে পাঁচটি খেলার অন্তর্ভুক্তি চূড়ান্ত হয়েছে৷ মাত্র দু’জন সদস্য এই পাঁচটি খেলার পক্ষে ভোট দেয়নি৷ তাঁরা অলিম্পিক্সে খেলার সংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে মতামত দিয়েছেন৷ ফলে সর্বসম্মতিতে অন্তর্ভুক্ত করা হয়নি ক্রিকেটসহ পাঁচটি খেলা৷ আবার কোনও সমস্যাও হয়নি৷