অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

১২৮ বছর পর অলিম্পিক্সের মঞ্চে ক্রিকেটের প্রত্যাবর্তন হচ্ছে৷ লস এ্যাঞ্জেলেস অলিম্পিক্সের আয়োজক কমিটি গত সোমবারই আন্তর্জাতিক সংস্থার কাছে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে৷ মুম্বইয়ে ১৪ ও ১৫ই অক্টোবর আইওসি-র কার্যকরী কমিটির সভা বসছে৷ সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হতে পারে ক্রিকেটের অন্তর্ভুক্তির কথা৷  গত কয়েক বছর ধরেই অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে জোর জল্পনা চলেছে৷ ক্রিকেটকে এই বিশ্বজনীন প্রতিযোগিতার অংশ করে তুলতে কম খাটেনি আইসিসি-ও৷ সেটাই অবশেষে সফল হতে চলেছে৷ পূর্ব ঘোষণা মতোই  টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট হবে৷  শুধু ক্রিকেটই নয়, সফ্‌ট বল/বেসবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রসে ও স্কোয়াশেরও অলিম্পিক্সের  অংশ হওয়া কার্যত নিশ্চিত৷

লস এ্যাঞ্জেলেস অলিম্পিক্সের চেয়ারপার্সন কেসি ওয়াসেরম্যান বলেছেন, ‘‘যে খেলাগুলিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে তা বিশ্বজনীন৷ পাড়ার মাঠ, সুকল, কমিউনিটি সেন্টার, স্টেডিয়াম, পার্কে বহু বছর ধরে খেলাগুলি হয়ে আসছে৷ এই খেলাগুলির ফলে গেমস পাবে  নতুন ক্রীড়াবিদদের৷ নতুন সমর্থকদের আগমন হবে ও অলিম্পিক্স আরও অনেক দেশে ছড়িয়ে পড়বে৷ আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই খবরে উচ্ছ্বসিত৷ তিনি বলেছেন, ‘‘অলিম্পিক্স কমিটির প্রস্তাবে অত্যন্ত আনন্দিত৷ চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আমাদের কাছে বিরাট তাৎপর্যের৷ এক শতক পর ক্রিকেট অলিম্পিক্সে জায়গা পেতে চলেছে৷

অলিম্পিক্স কমিটিকে আইসিসি জানিয়েছে, মহিলা ও পুরুষ দুই বিভাগে মোট ছটি করে দল থাকবে৷ একটি নির্দিষ্ট সময়ের পর র‌্যাঙ্কিংয়ে প্রথম ছয়ে যারা থাকবে তারাই অলিম্পিক্সে খেলবে৷ তবে পরিকাঠামো-সহ আরও কিছু বিষয় নিয়ে এখনও আলোচনা চালাচ্ছে আইসিসি৷