আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই মার্চ কোচবিহার জেলার দিনহাটায় নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন ও গার্লস প্রাউটিষ্টের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার সভার আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কান্তেশ্বর রায়, শ্যামল ধর ও অবধূতিকা আনন্দরসপ্রজ্ঞা আচার্যা৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দিনহাটা আনন্দমার্গ স্কুলের ছাত্রছাত্রারা৷ দিনহাটা রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্যানুষ্ঠানের একটি ভিডিও সিডি প্রকাশ করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন দিনহাটা আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দগুণান্বিতা আচার্যা, অবধূতিকা আনন্দ কৃষ্ণপ্রভা আচার্যা ও দিনহাটা ইয়ূনিটের আনন্দমার্গের সদস্যবৃন্দ৷

দিনহাটা ঃ গত ৩১শে মার্চ রবিবার বিশিষ্ট আনন্দমার্গী শ্রী অমল সরকারের বাড়িতে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড বাবা নাম সংকীর্ত্তনের আয়োজন করা হয়৷ কীর্ত্তন শেষে সাধনা, গুরুপূজার পর কীর্ত্তন মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন কান্তেশ্বর রায় ও অঞ্জন রায়৷