আমেরিকার ভার্জিনিয়া থেকে আনন্দনগর

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২১-২২ মার্চ’২৪ আমেরিকার ভার্জিনিয়া থেকে দীর্ঘ ৩৪ বছর পর আনন্দনগর বেড়াতে আসেন কস্তুরী৷ আনন্দনগরের এত পরিবর্তন দেখে তিনি মুগ্দ হয়ে যান৷ উমানিবাসের মহিলা বিভাগের সেবামূলক প্রকল্পগুলো পরিদর্শন করেন৷ আনন্দনগরে ফার্ম ডিপার্টমেন্টের কাজুবাদাম বাগান, আম বাগান, মাল্টা মোসাম্বি বাগান ও নার্সারি, অডিটোরিয়াম, তন্ত্রপীঠ, রাঢ় মিউজিয়াম প্রভৃতি স্থান পরিদর্শন করেন৷