আমেরিকার ডগলাস বিমানবন্দরে বড় বিপদের হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বিমান

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

রানওয়েতে ল্যাণ্ড করার সময় খুললই না সামনের চাকা৷ এমন অবস্থাতেই বিমান ল্যাণ্ড করতে হল পাইলটকে৷ ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে আমেরিকার শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরে৷ তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে বিমানবন্দর সূত্রে দাবি করা হয়েছে৷

গত বুধবার স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ ৯৬জন যাত্রী ও বিমানকর্মীদের নিয়ে আটলান্টা থেকে নর্থ ক্যারোলাইনায় যাচ্ছিল ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং ৭১৭ বিমানটি৷ শার্লট ডগলাস বিমানবন্দরে ল্যাণ্ড করার সময়ে ল্যাণ্ডিং গিয়ারে কিছু একটা সমস্যা হয়৷ সেটি না খোলায় বিমান অবতরণ করানোয় ঝুঁকি নিতে পারছিলেন না পাইলট৷

বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের কাছ থেকেই বিমানের মুখ ঘুরিয়ে দেন পাইলট৷ এটিসি-কে সমস্যার কথা জানান তিনি৷ শুধু তাই-ই নয়, জরুরি অবতরণের জন্য অনুমতিও চান৷ শেষমেশ তাঁকে অনুমতিও দেওয়া হয়৷ সবুজ সঙ্কেত পেয়ে পাইলট বিমানটিকে রানওয়ে বরাবর নামিয়ে আনেন খুব সন্তর্পণে৷ রানওয়ের মাটি ছুঁতেই বিমানের সামনের অংশ ঘষটে ঘষটে এগোতে থাকে৷ জোর একটা ঝাঁকুনিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ যাত্রীদের যাতে নিরাপদে বিমান থেকে বার করে আনা যায়, তাই আগে থেকেই ব্যবস্থা করে রাখা হয়েছিল৷ বিমানটি রানওয়ে ছুঁতেই তাড়াতাড়ি আগে যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়৷ খুবই বড় সড় দুর্ঘটনার কবল থেকে রেহাই পেয়েছে এই বিমানের যাত্রীরা ও বিমানকর্মীরা৷