আমেরিকার এক ব্যক্তির মস্তিষ্কে বাসা বেঁধেছে ফিতাকৃমি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কয়েক দিন ধরেই মাথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন৷ ভেবেছিলেন, মাইগ্রেনের ব্যথা৷ তাই বিশেষ গুরুত্ব দেননি৷ কিন্তু, যন্ত্রণা সহ্যের সীমা ছাড়ানোয় হাসপাতালে যেতে বাধ্য হন ফ্লোরিডার বাসিন্দা ৫২ বছর বয়সি এক প্রৌঢ়৷ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, মাইগ্রেন নয়, ওই ব্যক্তির মাথায় বাসা বেঁধেছে ফিতাকৃমি৷ সেই কারণেই মাথা যন্ত্রণা করছে৷ এটা দেখার পর চিকিৎসকেরাও অবাক হয়ে গিয়েছেন৷ মাথার মধ্যে কী ভাবে ফিতাকৃমি বাসা বাঁধতে পারে, সেই কারণ উদঘাটনের চেষ্টা করা শুরু করেন চিকিৎসকেরা৷ জানা যায়, আধসেদ্ধ বেকন খেয়েই এমন হয়েছে৷ এই ধরনের ফিতাকৃমি জন্ম নেয় শূকরের শরীরে৷ ফলে শূকরের মাংসের মাধ্যমেই কৃমি মানুষের শরীরে পৌঁছয়৷ তাই বেকন বা শূকরের মাংস খাওয়ার আগে ভাল করে ধুয়ে নেওয়ার কথা বলা হয়৷ শুধু ধুলেই হবে না ভাল করে সেদ্ধ করেও নিতে হবে৷ আধসেদ্ধ বেকন খেলেই নানা ধরনের সংক্রমণের আশঙ্কা থেকে যায়৷ তার মধ্যে অন্যতম ‘নিউরোসিস্টিসারকোসিস’৷ শূকরের চলাচলের স্থানে খালি পায়ে হাঁটলেও এই অণুজীব শরীরে প্রবেশ করতে পারে৷

ওই ব্যক্তি যে রোগে আক্রান্ত হয়েছেন, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় তার নাম ‘নিউরোসিস্টিসারকোসিস’৷ এই ধরনের রোগে পরজীবী প্রাণী মানুষের শরীরে প্রবেশ করে ডিম পাড়ে৷ শরীরের বিভিন্ন অংশে সংক্রমণ ছড়িয়ে পড়ে এর ফলে৷ ফিতাকৃমি মস্তিষ্কে ডিম পাড়ার পর থেকেই নানা রকম শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা দিতে শুরু করে৷ ওই ব্যক্তির ক্ষেত্রেও তেমনটাই হয়েছে৷ মাথা যন্ত্রণার পাশাপাশি শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন তিনি৷ কিছু কিছু ক্ষেত্রে খিঁচুনির সমস্যাও দেখা দিতে শুরু করে৷

চিকিৎসকেদের মতে, শৌচালয় ব্যবহার করার পরে হাত না ধুলেও অনেক সময় এই ধরনের রোগ হওয়ার আশঙ্কা থাকে৷ পরিসংখ্যান বলছে, এই রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় ১০০০ আমেরিকান হাসপাতালে ভর্তি হন৷ এই সংক্রমণ রুখতে খাবার খাওয়ার আগে ভাল করে হাত ধোয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা৷