আমেরিকার পুলিশের উচ্চপদে ভারতীয় বংশোদ্ভূত -প্রতিমা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

নিউইয়র্ক পুলিশের ক্যাপ্ঢেন পদে পদোন্নতি পেলেন প্রতিমা ভুল্লার মাসডোনাদো৷ দক্ষিণ এশিয়ার মহিলাদের মধ্যেই তিনি প্রথম, যিনি নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)-এর উচ্চপদে আসীন হলেন৷ প্রতিমার জন্ম পঞ্জাবে৷ ৯ বছর বয়সে তিনি নিউইয়র্ক চলে আসেন৷ তারপর থেকে নিউইয়র্কেরই বাসিন্দা তিনি৷

প্রতিমাকে গত মাসে কাপ্ঢেন পদে নিযুক্ত করা হয়েছে৷ এর ফলে প্রতিমা একমাত্র মহিলা যাঁকে এনওয়াইপিডিতে এত উচ্চপদে পদোন্নতি দেওয়া হল৷ নতুন কর্মক্ষেত্রে দক্ষিণ রিচমণ্ড হিল,ক্যুইন্স৷ এই খবরে উছ্বসিত প্রতিমা নিজেও৷ বস্তুত, প্রতিমার বর্তমান কর্মক্ষেত্রের এলাকাতেই কেটেছে তাঁর ছোটোবেলা৷ পদোন্নতি ও নয়া কর্মক্ষেত্রের কথা জেনে তিনি বলেছেন, ‘‘এটা অনেকটা ঘরে ফেরার মতো অভিজ্ঞতা৷ জীবনের ২৫টি বছর আমি এখানে কাটিয়েছি৷ এবার এখানেই কাজ করব৷

প্রতিমার চারজন ছেলেমেয়ে৷ তাঁরা সকলেই মায়ের সঙ্গে রিচমণ্ড হিলেই থাকে৷ মায়ের এই চোখধাঁধানো পদোন্নতির খবর তাঁরাও শুনেছে৷ যদিও এতে আলাদা করে আনন্দের কী আছে, তা বুঝতে পারছে না প্রতিমার শিশুসন্তানরা৷ তবে প্রতিমার এই কৃতিত্বকে প্রকৃত অর্থেই চোখ ধাঁধানো বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ এনওয়াইপিডির মোট ৩৩,৭৮৭ কর্মীর মধ্যে মাত্র সাড়ে ১০ শতাংশ এশীয় বংশোদ্ভূত৷