গত ৪ঠা ও ৫ই সেপ্ঢেম্বর,২০২২ ‘আমরা বাঙালী’ ত্রিপুরা রাজ্য কমিটির আগরতলায় শিবনগর, কলেজ রোডস্থিত সদর দপ্তরে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ৪ঠা সেপ্ঢেম্বর ‘আমরা বাঙালী’ দলের কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিবিকাশ সিন্হা ও সাংঘটনিক সচিব শ্রী জয়ন্ত দাশ মহোদয়ের উপস্থিতিতে সক্রিয় সদস্যদের দ্বারা সাংঘটনিক নির্র্বচন অনুষ্ঠিত হয়৷ এই নির্বাচনে চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন ও ২০২২ থেকে ২০২৪ এই দুই বছরের জন্যে ৯জন প্রতিনিধি নির্বাচিত হন৷ পরে কেন্দ্রীয় কমিটির দ্বারা আরও চারজন রাজ্য কমিটিতে মনোনীত হন৷ সর্বমোট ১৩ জন সদস্যের রাজ্যকমিটি ঘটিত হয়৷ পূর্বতন রাজ্যসচিব শ্রী গৌরাঙ্গ রুদ্রপাল মহাশয়কেই পুনরায় রাজ্যসচিব হিসাবে নির্বাচিত করা হয়৷ নোতুন কমিটির সিদ্ধান্ত গ্রহণ করে---দ্রব্যমূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান ও ত্রিপুরা রাজ্যের বাঙালিদের অস্ত্বিত্ব ও সাংবিধানিক অধিকার রক্ষার দাবী নিয়ে অতীতের মতোই রাজ্যজুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে ও আমরা বাঙালী দল আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷