‘আমরা বাঙালী’ কর্তৃক শহীদ ক্ষুদিরামের  আত্মবলিদান দিবসে রক্ত দিয়ে শপথ গ্রহণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১১ই আগষ্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে স্বাধীনতা সংগ্রামের অমর শহীদদের  স্মরণে আমরা বাঙালীর  পক্ষ থেকে দক্ষিণ কলকাতার চেতলা পার্ক থেকে একটি বিরাট মিছিল বেরোয়৷ ওই মিছিলটি শহীদদের উদ্দেশ্যে জয়ধবনি দিতে দিতে রাসবিহারী এভিনিউ হয়ে শরৎ বোস রোড, মনোহর পুকুর রোড, হাজরা পার্ক ও ভবানীপুর হয়ে এলগিন রোডে অমর স্বাধীনতা বিপ্লবী পৌরুষের বজ্রকৌস্তুভ নেতাজী সুভাষচন্দ্রের বাসভবনের সামনে এসে পৌঁছোয়৷  এখানে আমরা বাঙালীর সচিব বকুল চন্দ্র রায়, সহ সচিব তারাপদ বিশ্বাস, জেলা সচিব সুনীল চক্রবর্তী, যুব নেতা উজ্বল ঘোষ প্রমুখ  শহীদ ক্ষুদিরাম সহ অন্যান্য শহীদ ও স্বাধীনতা বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বাঙলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ও বর্তমানে দার্জিলিংয়ে  গোর্র্খল্যান্ড আন্দোলনের নামে বাঙলা ভাগের চক্রান্তের প্রতিবাদে বক্তব্য রাখেন৷

বক্তব্য শেষে বাঙলার মহান বিপ্লবীদের স্মরণ করে শহীদ  ক্ষুদিরাম বসুর প্রতিকৃতির সামনে আমরা বাঙালীর নেতারা বুকের  রক্ত দিয়ে  শপথ গ্রহণ করেন ‘কোনো অবস্থাতে আবার বাঙলা ভাগ হতে দেব না’৷  বুকের রক্ত দিয়ে নেতারা এই শপথবাক্য লেখেন৷

আমরা বাঙালীর নেতাদের বক্তব্য শুণে ও শপথ গ্রহণ অনুষ্ঠান দেখে জনসাধারণ বিশেষভাবে উদ্দীপ্ত হন ও আমরা বাঙালীর আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন জানান৷

শিলিগুড়িতে

গত ১১ই আগষ্ট শিলিগুড়িতে আমরা বাঙালীর পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালন করা হয়৷ এদিন প্রথমে বরেন্দ্রভবনে আমরা বাঙালীর কর্মীও সমর্থকরা মিলিত হয়ে ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান করে এক বিশাল মিছিল বের করে৷ মিছিলটি ফুলেশ্বরী মোড়, এন.টি.এস মোড়, মহাবীরস্থান, হাসমীচক, হিলকার্ট রোড হয়ে মহানন্দ ব্রীজ পার হয়ে মাল্যাগুড়িতে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এসে পৌঁছায়৷ এখানে সেই ক্ষুদিরামের মূর্তিতে আমরা বাঙালীর কর্মী ও নেতৃবৃন্দ একে একে মাল্যদান করেন৷ এরপরে,ক্ষুদিরামের জ্বলন্ত দেশপ্রেম ও আত্মত্যাগের বর্ণনা, বর্তমান বাঙলার অবস্থা, দার্জিলিংয়ের অবৈধ গোর্র্খল্যান্ড আন্দোলনের প্রতিবাদ প্রভৃতির ওপর বিভিন্ন বক্তব্য রাখেন৷ বক্তব্য রাখেন, খুশী রঞ্জন মন্ডল, বিকাশ বিশ্বাস, বাসুদেব সাহা, জয়ন্ত দাস, শম্ভু সূত্রধর, অরূপ মজুমদার প্রমুখ৷ তারপর বক্তব্যের শেষে শপথ গ্রহণ করেন দেহের শেষ রক্তবিন্দু থাকতে কিছুতেই বাঙলা ভাগ হয়ে গোর্র্খল্যান্ড হতে দেব না৷ তারা বাঙলার দলমত নির্বিশেষে সমস্ত বাঙালীদের বাঙলা ভাগের এই চক্রান্তের প্রতিবাদে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান৷ 

কোচবিহারে

‘আমরা বাঙলী’ কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে  বাঙলার মহান বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হয়৷  এদিন সকাল ১০ টায় ‘আমরা বাঙালী দলের কর্মীরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারের পাশে ক্ষুদিরাম বসুর মূর্ত্তির পাদদেশে মিলিত হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্ত্তিতে মাল্যদান করেন জেলা সচিব শ্রী সন্তোষ কুমার মোদক, কেন্দ্রীয় পঞ্চশাখা সচিব শ্রীহরিদাস মোদক, প্রাক্তন জেলা সচিব শ্রীপ্রসন্ন কুমার রায়, সংস্থার অন্যতম সদস্য তথা বিশিষ্ট সমাজ কর্মী শ্রীস্বদেশ সরকার ও অন্যান্যরা৷

মেদিনীপুরে ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালন

মেদিনীপুর, ১১ই আগষ্ট ঃ অগ্ণিকিশোর ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে গত ১১ই আগষ্ট শহরের কালেক্টর গেটের নিকট সকাল ৮-টা নাগাদ আমরা বাঙালী জেলা সচিব শঙ্কর প্রসাদ কুণ্ডু ও আমরা বাঙালী কর্মী রঞ্জিত কুমার ঘোষ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ বিকাল ৫টায় মেদিনীপুর শহরের কার্যালয়ে আমরা বাঙালীর কর্মীরা সমবেত হয়ে শহীদ ক্ষুদিরাম বসুর মাত্র ১৮ বছর ৮ মাস ৮ দিন বয়সে তাঁর মহান আত্মজীবনের কাহিনীর স্মৃতিচারণ করা হয়৷ উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা সচিব শঙ্কর প্রসাদ কুণ্ডু, রঞ্জিত কুমার ঘোষ, শ্রীমতী ইলা পাত্র, কুমারী ছন্দশ্রী সাউ, রবীন্দ্রনাথ বেরা, দীপক কুমার সাউ, নবকুমার সাউ ও অভিজিৎ দে৷