গত ৯ ও ১০ই সেপ্ঢেম্বর,২০২৩ আগরতলা শহরে শিবনগরে আমরা বাঙালী রাজ্যকার্যালয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনের প্রথম দিন শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বিভিন্ন দাবীর ভিত্তিতে গণবস্থানে বসে আমরা বাঙালী কর্মীরা৷ রাজ্য কার্যালয় থেকে কর্মীরা মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রভবনের সামনে সমবেত হন৷ সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান চলে৷ আমরা বাঙালীর প্রধান দাবী ছিল বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা সরকারী-বেসরকারী কাজে বাঙলা ভাষার ব্যবহার, বাঙালী উদ্বাস্তুদের পুনর্বাসন ও ১০০ শতাংশ কর্মসংস্থান প্রভৃতি৷ গণবস্থানে ও সম্মেলনে বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে আমরা বাঙালী কর্মীদের দায়িত্ব ও কর্ত্তব্য বিষয়ে বক্তব্য রাখেন রাজ্যসচিব গৌরাঙ্গরুদ্র পাল, মহিলা শাখা সচিব সিমন্তি দেব, কেন্দ্রীয় সচিব ও রাজ্যকমিটির অন্যান্য সদস্যবৃন্দ৷ সভাপতিত্ব করেন প্রবীন আইনজীবী ও আমরা বাঙালী নেতা শ্রীরাখালরাজ দত্ত৷ কেন্দ্রীয় সচিব শ্রীজ্যোতিবিকাশ সিন্হা, কেন্দ্রীয় পঞ্চশাখা সচিব নরেশচন্দ্র রায় ও সাংস্কৃতিক সচিব শ্রীমোহনলাল অধিকারী প্রমুখও বক্তব্য রাখেন৷