অসমের ভোটে প্রচারে এসে কার্যত আমরা বাঙালী দলের দীর্ঘ-দিনের দাবীকে মান্যতা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ আমরা বাঙালী দাবী করে আসছেন অসমের অসমিয়া জনগোষ্ঠী ছ’সাতশো বছর আগে ব্রহ্মদশ থেকে এসেছে৷ তখন অসমের নাম ছিল প্রাগজ্যোতিষ্পুর৷
তখনকার প্রাগজ্যোতিষ্ পুরের বাঙালী রাজা ব্রহ্মদেশ থেকে চলে আসা অহম উপজাতিদের আশ্রয় দিয়েছিলেন৷
গত ১৭ই মার্চ অসমের ভোটে প্রচারে এসে একসভায় অসমের ষোড়শ শতকের বৈষ্ণব ধর্মগুরু শ্রীমন্ত শঙ্করদেব সম্পর্কে বলতে গিয়ে আদিত্যনাথ বলেন শঙ্করদেব ভারতীয় সাংস্কৃতিক রাষ্ট্রবাদের প্রবর্তক ও অনুপ্রবেশ সমস্যা নিয়ে দেশের দৃষ্টি আকর্ষণকারী ছিলেন৷
আমরা বাঙালী দলের যুবনেতা তপোময় বিশ্বাস বলেন--- আমরা বাঙালীর দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিলেন যোগী আদিত্যনাথ৷ আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি অসমিয়ারা ছ’শো সাতশো বছর আগে ব্রহ্মদেশ থেকে এসেছে৷ বৈষ্ণব ধর্মগুরু শঙ্করদেব যদি ছ’শো বছর আগে অনুপ্রবেশকারী নিয়ে দৃষ্টি আকর্ষণ করে থাকেন তবে সেই অনুপ্রবেশকারী কারা? বাঙালী অনুপ্রবেশ সমস্যাতো দেশভাগ ও স্বাধীনতার পরে মাত্র ৭২/৭৪ বছর আগের কথা৷ তাহলে ছ’শো বছর আগে বৈষ্ণব ধর্মগুরু শঙ্করদেব সেই সময়কার অনুপ্রবেশকারী সম্পর্কে বলেছিলেন৷ তাই একথা বলেযোগী আদিত্যনাথ পরক্ষে স্বীকার করলেন অসমীয়ারাই অসমের আসল অনুপ্রবেশকারী৷