হাওড়ার আমতা নবনী ভবনে ৩০শে মার্চ অনুষ্ঠিত হল আমরা বাঙালির হাওড়া জেলা সম্মেলন৷ প্রথমে বিশিষ্ট অতিথি বর্গকে ডেকে নেওয়া হয় মঞ্চে৷ প্রত্যেকে একেকজন মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা নিবেদন করে একে একে আসন গ্রহণ করেন৷ প্রথমে সভাপতির আসন অলংকৃত করেন শ্রী সুব্রত সাহা , বর্তমান সচিব রামচন্দ্র মান্নার পক্ষে বকুল চন্দ্র রায় বক্তব্যে শ্রীপ্রভাতরঞ্জন সরকার কে শ্রদ্ধা নিবেদন করেন, মঞ্চে উপবিষ্ট সমতট সচিব শ্রীজয়ন্ত দাসকে শ্রদ্ধা ভালবাসা ও উপস্থিত প্রত্যেক সদস্যকে শ্রদ্ধা ও অগ্রীম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন৷ উল্লেখ করেন হাওড়ার একজন বিশিষ্ট আমরা বাঙালি কর্ম্মী ছিলেন অনিল বরন দাস তার নামে এই মঞ্চের নাম করন করা হয়েছে৷ এরপর যারা করনায় প্রান হারায় ও যে সমস্ত সমাজ কর্মী যেমন শৈলেন সরকার,সমর ভৌমিক প্রমুখের স্মরণে নিরাবতা পালন করা হয়৷(বিভিন্ন গ্রন্থ প্রণেতা)৷ এরপর হাওড়ার একজন আজীবন একনিষ্ঠ আমরা বাঙালির কর্মী শ্রীবেচুরাম বর মহোদয়কে মঞ্চে ডেকে উত্তরীয় পরিয়ে সর্ম্মধনা দেও য়া হয়৷ ওনার এক পুত্র, এক কন্যা বর্তমানে মিশনের সর্বত্যাগী কর্মী৷ এরপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সমতট সচিব শ্রী জয়ন্ত দাস মহোদয় তিনি তার বক্তব্যে বলেন হাওড়ার সংগঠনকে আরও মজবুত করতে হবে৷ এর পর বক্তব্য রাখেন গোপাশীল বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে তিনি বলেন মহিলাদের সমাজের কাজে এগিয়ে আসতে হবে৷ তারপর বক্তব্য রাখেন অর্নব কুন্ডু চৌধুরী৷ তিনি বলেন বয়স্করা তা আছেই তার সাথে যুবক, যুবতীদের ও সমাজের কাজে এগিয়ে আসতে হবে৷ অমর চ্যাটার্জী বলে আমি গত বিধানসভা নির্বাচনে যখন অংশগ্রহন করে ছিলাম তখন কত মানুষ আমাদের কাছে এসে আমাদের সহযোগিতা করেছিল এইরকম বহু মানুষ চাইছে তাদের পাশে আমাদের সহযোগিতা৷
ভারতী কুন্ডু বলেন আমি ছোট খাটো মানুষ আমরা যদি দৃঢ় সংকল্প গ্রহণ করে যে কোনো কাজে অংশ গ্রহন করি তাহলে যে কোনো কাজে আমরা সফল হব৷ সব শেষে সভাপতি সুব্রত সাহা তার প্রতিবেদনে বলেন এই সম্মেলন সঠিক ভাবে বকুলদার সুষ্ঠ এবং সুন্দর ব্যবস্থাপনায় এবং প্রত্যেকের সহযোগিতায় অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর হয়ে উঠেছে৷ ২৫৬ টা সমাজের মধ্যে এই একটি সমাজকে প্রাউট প্রবক্তা বিশেষ গুরুত্ব দিয়েছেন তার জন্যই আমরা বাঙালি এবং সমাজ আন্দোলন আমাদের প্রত্যেকেই অংশগ্রহন করতে হবে স্বতঃস্ফূর্তভাবে৷ ঘাবড়ালে চলবেনা কারণ পরম পুরুষ আমাদের সাথেই আছেন৷ তার স্বপ্ণকে সার্থক করে তুলতে হবে৷ এরজন্য প্রয়জন নোতুন প্রজন্মের নেতৃত্ব৷ সভার সভাপতি হিসাবে অর্নব কুন্ডু চৌধুরীর নাম জেলা সচিব হিসাবে প্রস্তাব করলাম সঙ্গে সঙ্গে বকুল চন্দ্র রায় প্রস্তাব সমর্থন করেন৷ অর্নব ও মাইকধরে হলের প্রত্যেকের কাছে আবেদন করে বয়স্করা ছাড়াও যুবক যুবতীদের এগিয়ে আসতে আহ্বান জানায়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অমিয় পাত্র মহোদয়৷ এরপর বর্নাঢ্য শোভা যাত্রা সহকারে আমরা আমতা সি টি সি বাসষ্ট্যান্ডে একটি পথসভায় বক্তব্য রাখেন সমতট সচিব জয়ন্ত দাস, গোপা শীল, অমর চ্যাটার্জী ও অর্নব কুন্ডু চৌধুরী৷ প্রত্যেকেই বাঙলা বাঙালি ও বাঙালী স্থানের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন শেষে আমরা বাঙালির জয়ধবনি দিয়ে পথসভা শেষ করা হয়৷