আমরা বাঙালীর রাখী বন্ধন অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩০শে আগষ্ট বুধবার ‘আমরা বাঙালী’ সংঘটনের পক্ষ থেকে কলকাতার বাগবাজার বাটার মোড়ে রাখীবন্ধন উৎসব পালন করা হয়৷ এই অনুষ্ঠানে বাঙালী মহিলা সমাজের সদস্যাগণ স্থানীয় অধিবাসী ও পথচারীদের জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে রাখী পরিয়ে দেয়৷ রাখী বন্ধন অনুষ্ঠানের গুরুত্ব ও বঙ্গভঙ্গ প্রচেষ্টার বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাখী বন্ধন উৎসব পালনের বিষয়ে আলোচনা করেন জ্যোতিবিকাশ সিন্‌হা, জয়ন্ত দাশ, জেলাসচিব সুবোধরঞ্জন কর প্রমুখ৷ অনুষ্ঠানের স্পান্দনিক শিল্পীগোষ্ঠীর সদস্য ও সদস্যাগণ সম্মিলিতভাবে রবীন্দ্র সঙ্গীত ও প্রভাত সঙ্গীত পরিবেশন করেন৷আনন্দনগরে স্বচ্ছতা অভিযান