সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
মহান বিপ্লবী, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম আত্মবলিদানকারী ক্ষুদিরাম বসুর ১১৪তম আত্মবলিদান দিবস ‘‘আমরা বাঙালী’’ সংঘটনের পক্ষ থেকে সমগ্র বাঙালীস্তান জুড়ে মহাসমারোহে উদ্যাপিত হয়৷ বারাসত, নিউব্যারাকপুর, বিরাটি, দুর্গানগর,কাঁকিনাড়া, ব্যারাকপুর, নৈহাটি, চাঁদপাড়া ও উত্তর ২৪ পরগণার বিভিন্ন জায়গায়, পুরুলিয়া, মেদিনীপুর, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি ,হুগলী ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা, অসম, ঝাড়খণ্ডে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালিত হয়৷
আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আয়োজিত দক্ষিণ কলকাতার হাজরা মোড়ের পথ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিবজ্যোতিবিকাশ সিন্হা, বিকাশ বিশ্বাস, জয়ন্ত দাশ ,তপোময় বিশ্বাস, গোপাল রায় চৌধুরী, মোহন অধিকারী, পার্থ রায়, রঞ্জিত সরকার এছাড়াও কলকাতা জেলা সচিব হিতাংশু ব্যানার্জি প্রমুখ৷