‘আমরা বাঙালী’র শ্রীঅরবিদের ১৫১তম জন্মদিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ই আগষ্ট ঋষি অরবিন্দ ঘোষের ১৫১তম জন্মদিবস স্মরণ করল আমরা বাঙালী সংঘটন৷ সংঘটনের কেন্দ্রীয় কার্যালয়ে অরবিন্দ ঘোষের  প্রতিকৃতিতে মাল্যদান করার মধ্য দিয়ে স্মরণ সভার শুভারম্ভ হয়৷ উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা, সাংঘটনিক সচিব জয়ন্ত দাশ, যুব সচিব তপোময় বিশ্বাস, কলকাতা জেলা সচিব হিতাংশু ব্যানার্জী,  সুশীল জানা প্রমুখ নেতৃবৃন্দ৷ মাল্যদানের পর অরবিন্দ ঘোষের স্মরণে বক্তারা বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ৷ প্রেসবার্র্ততে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তপোময় বিশ্বাস জানান, ১৫ই আগষ্ট স্বাধীনতা উদ্‌যাপনের ভীড়ে হারিয়ে গেছে সেই বীর স্বাধীনতা সংগ্রামীর জন্মদিবস, যার অগ্ণিস্ফুলঙ্গের ধারা ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকীর মতন শত তরুণ বিপ্লবীদের ব্রিটিশ রাজশক্তির শোষণের বিরুদ্ধে অগ্ণিযুগের আন্দোলনে ত্বরান্বিত করেছিল৷ আজ সেই বীর বিপ্লবী অরবিন্দ ঘোষের জন্মদিবস স্মরণ করার মধ্য দিয়ে স্বাধীনতার যজ্ঞে যেসব বিপ্লবীগণ হাসতে হাসতে ফাঁসি কাষ্ঠে শহীদ হয়েছেন তাঁদের শ্রদ্ধা নিবেদন করা হয়৷

বারাসাত, পুরুলিয়া প্রভৃতি স্থানের সঙ্গে বাঙালিস্তানের অন্যান্য রাজ্যেও এদিন শ্রদ্ধার সঙ্গে শ্রী অরবিন্দের ১৫১তম জন্মদিন পালত করা হয়৷