আমরা বাঙালীর তীব্র বিরোধিতা ‘‘তিপ্রামথার দাবীর’’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ত্রিপুুরায় নোতুন করে গজিয়ে ওঠা ‘‘তিপ্রামথা’’ নামক পাহাড়বাসীদের রাজনৈতিক দল, যে দল সমস্ত অযৌক্তিক, অসাংবিধানিক, সাম্প্রদায়িক বিদ্বেষ প্রসূত বিভেদকামী দাবী উত্থাপন করেছে, ‘‘আমরা বাঙালী’’ অসম রাজ্য কমিটি তার তীব্র বিরোধিতা করছে বলে জানান দলের অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ৷ তিনি বলেন---ত্রিপুরায় স্মরণাতীতকাল থেকে বাঙালী জনগোষ্ঠীর বসবাস৷ ত্রিপুরার এক বৃহৎ অংশ আজ বাংলাদেশের অন্তর্ভুক্ত৷ সেই চাকলা রওশনাবাদ এলাকা ত্রিপুরা রাজ্যের মানচিত্রের মধ্যে ছিল৷ ভাঙ্গাগড়ার খেলায় আজ বাঙালীরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে আছে৷ ত্রিপুরার ভৌগলিক সীমানার ৭৫শতাংশ ভূমি আজ স্বশাসিত জেলা পরিষদের  অন্তর্ভুক্ত৷ ২৫ ভাগ পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ৭৫ শতাংশ ভূমি দেওয়া হল আর ৭৫ ভাগ বাঙালীদের জন্য ২৫ শতাংশ ভূমি দেওয়া হল৷ তাতেও সন্তুষ্ট না হয়ে একদিকে তিপ্রাল্যাণ্ডের দাবী উঠেছে, সেই সঙ্গে বিকল্প যে দাবী তোলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ত্রিপুরার রাজ্য সরকার ও রাজনৈতিক দলগুলির উস্কানি ও পৃষ্ঠপোষকতায় তা ত্রিপুরায় স্থায়ীভাবে অশান্তির বাতাবরণ তৈরী করবে৷ এটা শুধু ত্রিপুরা নয় সারা উত্তরপূর্বাঞ্চলে বসবাসকারী দুই কোটি বাঙালীদের উৎখাত করার এক নীল নকশা বলে ‘‘আমরা বাঙালী’’ মনে করে৷ ইতিহাস বলছে, বাঙালীরাই ত্রিপুরার মূল ভূমিসন্তান৷ সুতরাং সর্বাবস্থায় আমাদের ভূমির অধিকার, সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করে কোন পরিকল্পনা ‘আমরা বাঙালী দল বরদাস্ত করবে না৷ আশির জুনের মান্দাই গণহত্যার নায়করা এখন নতুন প্রক্রিয়ায় বাঙালীদের ত্রিপুরা থেকে উৎখাত করার পরিকল্পনায় নেবেছে৷ আমরা  এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু উত্তর পূর্বাঞ্চল নয় সমগ্র দেশজুড়ে রাস্তায় নেমে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান   জানাই৷

টিপরাল্যাণ্ড/বিকল্প চাহিদা---১) ভারতের সংবিধানের অনুচ্ছেদ এর অধীনে কেন্দ্রশাসিত অঞ্চল৷ ২) ভারতের সংবিধানের ২৪৪ ধারা অনুচ্ছেদের অধীনে স্বায়ত্তশাসিত রাজ্য৷ ৩) আদিবাসীদের জন্য ত্রিপুরা বিধানসভায় ৫০ শতাংশ আসন সংরক্ষিত করতে হবে৷ ৪) এলাকার মধ্যে TTAADC - ইনার লাইন পারমিট LIP) চালু করতে হবে৷ ৫) কেন্দ্র থেকেTTAADC --এর কাছে সরাসরি অর্থায়নের ব্যবস্থা করা৷ ভারতের সংবিধানে সংশোধনী৷ ৬)TTAADC -কে অস্ত্র সহ বা ছাড়াই পুলিশ নিয়োগের ক্ষমতা দেওয়া উচিত এলাকার মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ও সরকারী সম্পত্তি সুরক্ষার জন্য ইত্যাদি৷ ৭) জমি বরাদ্দ ও বন্দোবস্তের ক্ষমতাTTAADC -এর মাধ্যমে দেওয়া উচিত৷ ৮) এলাকার মধ্যে  সমস্তR.D ব্লকগুলিTTAADC -এর কাছে কর্মী ও প্রয়োজনীয় তহবিলসহ হস্তান্তর করা উচিত৷ ৯) ক্লাস-XIITTAADC - সহ এলাকার মধ্যে শিক্ষামূলক প্রতিষ্ঠান, স্কুল,পিটিআই,আইটিআই, ডিগ্রি কলেজ ও এনআইটি ইত্যাি TTAADC - এর কাছে কর্মী ও প্রয়োজনীয় তহবিলসহ হস্তান্তর করতে হবে৷ ১০) সরকারকে রোমান স্ক্রিপ্ঢে কখ্‌বরখ্‌ চিনতে হবে৷ ভারতের সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্ত হওয়া উচিত৷ ১১) সমস্ত প্রাকৃতিক সম্পদTTAADC -এলাকার মধ্যে পাওয়া যায় যেমন প্রাকৃতিক গ্যাস, বনজ সম্পদ ইত্যাদি TTAADC- এলাকার জন্য ব্যবহার করা উচিত৷ ১২) কে TTAADC -এর মধ্যে  টোল ফি সহ এলাকা কর সংগ্রহের ক্ষমতা দেওয়া উচিত৷ ১৩)টিটিএএডিসি এলাকায় অন্তত একটি উপজাতীয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে৷ ১৪) ভারতের সমস্ত মেট্রো শহরে ত্রিপুরার আদিবাসীদের কলেজ হোস্টেল স্থাপন করতে হবে৷ ১৫)TTAADC- এলাকার মধ্যে একটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকা উচিত৷ ১৬)UPSC দ্বারা পরিচালিত IAS,IPS,IFS - এর মতো সিভিল সার্ভিস পরীক্ষায় ত্রিপুরার উপজাতীয় প্রার্থীদের মেজর ভারতীয় ভাষা এর পরিবর্তে তাদের ভাষায় MIL) নেওয়া বাধ্যতামূলক ভাষা৷