আমরা বাঙালীর উত্তর ২৪ পরগণা জেলার জেলা সম্মেলন

সংবাদদাতা
আমরা বাঙালী সংবাদদাতা
সময়

 গত ২৭ আগষ্ট রবিবার বারাসত কে কে মিত্র লেনের ‘ঐকতান‘ ভবনে আমরা বাঙালী সংঘটনের উত্তর ২৪ পরগণা জেলার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে সভাপতি ছিলেন বিশিষ্ট প্রাউটিষ্ট তথা বরিষ্ট সমাজকর্মী সন্তোষ কুমার বিশ্বাস৷ সম্মেলনে জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় শতাধিক প্রতিনিধি যোগদান করেন৷ হিন্দী সাম্রাজ্যবাদীদের নির্লজ্জ অমানবিক শোষণ আগ্রাসনে অবদমিত-অবনমিত বাংলা ভাষা ও আক্রান্ত বাঙালী জাতির সত্তার মর্যাদা ও অধিকার পুনঃপ্রতিষ্ঠাকল্পে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা শেষে দলের কর্মসূচী গৃহীত হয়৷ উক্ত সম্মেলনে জেলা সচিব নির্বাচনে বিদায়ী সচিব দীপঙ্কর মণ্ডল পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হন৷ এরপর উত্তর ২৪ পরগণার নূতন জেলা কমিটি তৈরী করা হয়৷ কমিটির সদস্যবৃন্দ হলেন (১) দীপঙ্কর মণ্ডল (জেলা সচিব), (২) শুভজিৎ পাল, (৩) অরূপ মজুমদার, (৪) উজ্জ্বল ঘোষ, (৫) মলি ঘোষ, (৬) শিবানী রায়, (৭) প্রতিমা দাস, (৮) তুষার বিশ্বাস, (৯) সুরজ সরকার, (১০) স্বপন মণ্ডল, (১১) গোপাল মণ্ডল, (১২) অনয় মণ্ডল ও (১৩) রাজু বিশ্বাস৷