আমরা বাঙালীর উত্তর ত্রিপুরা জেলা ও ঊণকোটি জেলার কর্মী সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ত্রিপুরা ঃ গত ১৯শে আগষ্ট উত্তর ত্রিপুরা জেলার মাছমারায় আমরা বাঙালী কার্যালয়ে উত্তর ত্রিপুরা জেলা ও ঊণকোটি জেলাদ্বয়ের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন রাজ্য প্রচার সচিব কেশব মজুমদার৷ কর্মী সম্মেলনে বর্তমান ত্রিপুরার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়৷ বিশেষ করে ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি, নানা অর্থনৈতিক কেলেঙ্কারী, নারী ধর্ষণ ও নির্যাতন, পানীয় জল, স্বাস্থ্য ও পরিষেবা, পরিবহন ইত্যাদি সকল ক্ষেত্রে অচলাবস্থার জন্যে উদ্বেগ প্রকাশ করা হয় ও আলোচকেরা বাম শাসককুলকে দায়ী করেন৷ বিশেষ করে ত্রিপুরা রাজ্য ভেঙ্গে তিপ্রাল্যাণ্ড করার যে আত্মঘাতী ষড়যন্ত্র চলছে এর ভয়াবহ কুফল নিয়ে আলোচনাক্রমে সকলেই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন৷

ওই দিন অপরাহ্ণে উপস্থিত প্রতিনিধিগণ ও স্থানীয় কর্মীদের উদ্যোগে মাছমারা বাজারে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়৷ উক্ত র্যালিতে শ্লোগান ওঠে ত্রিপুরা ভাগ কিছুতেই মানছি না, মানব না৷ বিচ্ছিন্নতাবাদের কালো হাত ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও ইত্যাদি৷ এতে স্থানীয় জনসাধারণের মধ্যে বিপুল সাড়া জাগে৷

সন্ধ্যায় মাছমারা বাজার এলাকায় আমরা বাঙালীর উদ্যোগে আয়োজিত প্রকাশ্য সভায় সভাপতিত্ব করেন বীরেন্দ্র সরকার৷ বক্তারা ছিলেন উত্তর ত্রিপুরার জেলা সচিব জ্যোতিষচন্দ্র নাগ, রাজ্যকমিটির সদস্যদ্বয় গোপাল কৃষ্ণ দেব, হেমেন্দ্র দেবনাথ, রাজ্য সাংঘটনিক সচিব কেশব মজুমদার প্রমুখ৷ তারা ত্রিপুরাবাসীর সামূহিক স্বার্থে রাজ্য ভাগের পরিকল্পনা ত্যাগ করে সামাজিক-অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ অঞ্চল গড়ে তোলার আহ্বান জানান৷ পুঁজিবাদ আর জড়ভিত্তিক মার্কসবাদের একমাত্র বিকল্প ও যাবতীয় সমস্যাদির সমাধান স্বরূপ প্রাউট তত্ত্ব তথা প্রগতিশীল সমাজতন্ত্রের মাধ্যমে বিকেন্দ্রিত অর্থনীতির মাধ্যমে রাজ্যে অর্থনৈতিক গণতন্ত্র কায়েম করার লক্ষ্যে এগিয়ে আসারও আহ্বান জানান৷