হাওড়া ঃ গত ৬,৭,৮ জুলাই হাওড়া জেলার আমতাতে স্থানীয় আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গের এক সেমিনারের আয়োজন করা হয়৷ এই সেমিনারে শ্রীশ্রীআন্দমূর্ত্তিজীর আধ্যাত্মিক দর্শন ও সমাজদর্শন---‘প্রাউট’-এর বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন আচার্য তন্ময়ানন্দ অবধূত ও আচার্য সর্বজয়ানন্দ অবধূত৷ এই সেমিনারে হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দুমকা প্রভৃতি জেলা থেকে প্রায় দুই শতাধিক আনন্দমার্গী যোগদান করেছিলেন৷
তিন দিন ধরে সেমিনারের মূল বিষয়ের ওপর আলোচনা ছাড়াও অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, মিলিত সাধনা, যোগাসাধনা প্রশিক্ষণ প্রভৃতি৷ ৮ই জুলাই আনন্দমার্গের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আমতা শহর পরিক্রমা করে৷ শোভাযাত্রার পর এক পথসভারও আয়োজন করা হয়৷ এই পথসভায় আনন্দমার্গের আদর্শ, যোগসাধনার আবশ্যকতা, আনন্দমার্গের সমাজদর্শন---‘প্রাউট’, নারীর মর্যাদা প্রভৃতি বিষয়ের ওপর বক্তব্য রাখেন আচার্য মুক্তিচেতনানন্দ অবধূত, আচার্য সৌম্যশুভানন্দ অবধূত, অবধূতিকা আনন্দদ্যুতিময়া আচার্যা, অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা প্রমুখ৷
সেমিনারের ব্যবস্থাপনাও পরিচালনায় ছিলেন আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত ও আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ সেমিনারের ব্যবস্থাপনাও পরিচালনায় ছিলেন আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত ও আচার্য সুবিকাশানন্দ অবধূত৷