আমতায় আনন্দমার্গের সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ ও ৯ ডিসেম্বর আমতা আনন্দমার্গ স্কুলে হাওড়া জেলার আনন্দমার্গীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এই সম্মেলনে জেলার বিভিন্ন ব্লক থেকে আনন্দমার্গীরা যোগ দিয়েছিলেন৷ আচার্য প্রসূনানন্দ অবধূত তাদের সামনে সাধনা ও আনন্দমার্গের বহুমুখী ক্রসমাজসেবার কর্মসূচীরদ্ধা ওপর বক্তব্য রাখেন৷

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট আনন্দ নরহরি মণ্ডল মার্গের পতাকা উত্তোলন করেন৷ আনন্দমার্গীদের কর্তব্য সম্পর্কে আরও যাঁরা বক্তব্য রাখেন তাদের মধ্যে ছিলেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা, বকুল রায় প্রমুখ৷

এই অনুষ্ঠানে ৫০ জন দুঃস্থ মানুষের মধ্যেকম্বল বিতরণ করা হয়৷ ব্যবস্থাপনায় ছিলেন সুব্রত সাহা, অমিয় পাত্র, শ্যামসুন্দর দাস প্রমুখ৷