আমতায় জলসত্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গ প্রচারক সংঘের হাওড়া জেলা শাখার পক্ষ থেকে প্রত্যেক বছরের মত এবারেও ১লা বৈশাখ আমতা বাসস্ট্যাণ্ডে জলসত্রের আয়োজন করা হয়৷ সকাল ১০টা থেকে অপরাহ্ণ পর্যন্ত সহস্রাধিক মানুষকে ঠাণ্ডা জলের সঙ্গে বাতাসা ও ভিজে ছোলা প্রভৃতি দেওয়া হয়৷ তাপ-ক্লান্ত মানুষ খুব-তৃপ্তির সঙ্গে জল-ছোলা-বাতাসা খায়৷