আমতায় রক্তদান শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১লা ডিসেম্বর আমতা আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিম হাওড়া শাখার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরের ব্যবস্থাপনায় ছিলেন আচার্য দেবেশানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ রসধ্যানা আচার্যা, আমতা আনন্দমার্গ স্কুলের টিচার ইন.চার্জ লক্ষ্মীকান্ত হাজরা, অমিয় কুমার পাত্র, স্কুলের সহ শিক্ষকগণ, প্রবীর বিশ্বাস, দীপ্তি বিশ্বাস, ভারতী কুণ্ডু, মনিকা ঘোড়ুই, অমিয় মাইতি, প্রদীপ খাঁড়া, জয়ন্ত শীল প্রমুখ৷ কলিকাতা বিধান শিশু হাসপাতালের ডাক্তার নার্স ও কর্মীরা উপস্থিত থেকে রক্ত সংগ্রহ করেন৷ সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন হাওড়া জেলার ভুক্তি প্রধান সুব্রত সাহা৷