আমতায় তত্ত্বসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৩শে ডিসেম্বর,আমতা থানার ন’পাড়ায় বিশিষ্ট আনন্দমার্গী ভারতী কুন্ডুর বাসভবনে আনন্দমার্গ দর্শনের ওপর একটি তত্ত্বসভার আয়োজন করা হয়েছিল৷ এই সভায় বক্তব্য রাখেন আচার্য দেবেশানন্দ অবধূত৷ বেশ কয়েকজন যুবক আনন্দমার্গের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীক্ষা গ্রহণ করেন৷