আন্দামানে আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষা শিবির

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পোর্ট ব্লেয়ার আনন্দমার্গ স্কুলে ২রা ও ৩রা অক্টোবর শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী প্রবর্তিত নব্যমানবতাবাদী ভিত্তিক শিক্ষা বিষয়ে দু’দিনব্যাপী এক শিক্ষা শিবিরের আয়োজন করা হয়৷ ২রা অক্টোবর সকাল ৯টায় এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আন্দামান লাক্ষাদ্বীপ হারবার ওয়াকর্স-এর চিফ ইঞ্জিনিয়ার টি.এন.কৃষ্ণমূর্ত্তি৷ পৌরোহিত্য করেন আনন্দমার্গের প্রশিক্ষণ মঠের অধ্যক্ষ আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ শিক্ষাগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের পর পোর্টব্লেয়ার আননন্দমার্গ স্কুলের মেয়েরা প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন৷

দুদিন ব্যাপী এই শিক্ষা শিবিরে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত শিক্ষাদর্শন, নব্যমানবতাবাদ ও যোগসাধনা বিষয়ে বিশদ আলোচনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, আচার্য বিতন্দ্রানন্দ অবধূত ও আচার্য শুভদীপানন্দ অবধূত৷ আন্দামান নিকোবরে অবস্থিত বিভিন্ন আনন্দমার্গ স্কুলে থেকে বহু শিক্ষক-শিক্ষিকা এই শিবিরে যোগদান করেন৷ সমস্ত কর্মসূচীটি সুন্দর ও সফলভাবে আয়োজন করেন পোর্টব্লেয়ার আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য শুভদীপানন্দ অবধূত৷