আন্দোলনে ইতি, গৃহমুখী কর্ষকরা

সংবাদদাতা
পি.এন এ.
সময়

তিন কৃষি আইন প্রত্যাহারের পর কর্ষকদের সব দাবী মানার লিখিত প্রতিশ্রুতি পেয়ে দীর্ঘ কর্ষক আন্দোলনে ইতি টানলেন কর্ষকরা৷ ফসলের নূ্যনতম সহায়ক মূলসহ সব দাবী মেনে কিষান মোর্র্চকে চিঠি লেখেন কেন্দ্রীয় কৃষি সচিব সঞ্জয় আগরওয়াল৷ কর্ষকদের বিরুদ্ধে আন্দোলন চলাকালিন সমস্ত মামলাও প্রত্যাহার করারও প্রতিশ্রুতি দেওয়া হয়৷ লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরই সংযুক্ত কিষান মোর্র্চর নেতারা ৩৭৮ দিনের ধরনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন৷ তবে সরকারকে চাপে রাখতে আন্দোলন সম্পূর্ণ বন্ধ করার কথা নেতারা বলেননি৷ আপাতত একবছরের অধিক ধর্ণা তুলে দিয়ে ১১ই ডিসেম্বর গৃহে ফিরবে কর্সকরা৷ ওই দিন তারা দেশব্যাপী বিজয় উৎসব পালন করবে৷

আগামী ১৫ই জানুয়ারী দিল্লিতে কর্ষক মোর্র্চর নেতারা বৈঠকে বসবে৷ ওই বৈঠকে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে৷ বিভিন্ন দাবী মানার সরকারের আন্তরিকতা ও তৎপরতা খতিয়ে দেখা হবে৷ দাবী পূরণে সরকারের তরপে কোনরূপ শিথিলতা দেখলে আবার আন্দোলন শুরু হবে৷