আনন্দ মার্গের চিকিৎসা শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২২শে এপ্রিল বারাসাতের গীতাঞ্জলিতে  আনন্দমার্গ সেবাদল (এল)-এর  পক্ষ থেকে একটি চিকিৎসা শিবিরের আয়োজনকরা হয়৷ উক্ত চিকিৎসা শিবিরে দুঃস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়৷ এই চিকিৎসা শিবিরে প্রধান চিকিৎসক ছিলেন ডাঃ নির্মল সরকার৷ সমগ্র শিবিরটি পরিচালনার দায়িত্ব ছিলেন অবধূতিকা আনন্দবিদিতা আচার্যা, টুকু দাস, মিতা দাস প্রমুখ৷