আনন্দমার্গ বিধিতে অন্নপ্রাশন ও নামকরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর ঃ গত ৮ ডিসেম্বর মেদিনীপুর জেলার মোহনপুরের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সৌমিত্র পাল ও শ্রীমতী সাগরিকা পালের একমাত্র পুত্র সন্তানের অন্নপ্রাশণ ও নামকরণ অনুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ অনুষ্ঠানে আচার্য কীর্তিনাথানন্দ অবধূতও উপস্থিত ছিলেন৷ সবাই মিলিতভাবে শিশুর নাম রাখেন ‘নিমাল্য’৷ অনুষ্ঠানের আমন্ত্রিতদের সামনে আনন্দমার্গের সামাজিক অনুষ্ঠানের বৈশিষ্ট্যের ওপর আচার্য কাশীশ্বরানন্দ অবধূত বক্তব্য রাখেন৷ উপস্থিত সকলে আনন্দমার্গের এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন৷  একমাত্র পুত্র সন্তানের অন্নপ্রাশণ ও নামকরণ অনুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ অনুষ্ঠানে আচার্য কীর্তিনাথানন্দ অবধূতও উপস্থিত ছিলেন৷ সবাই মিলিতভাবে শিশুর নাম রাখেন ‘নিমাল্য’৷ অনুষ্ঠানের আমন্ত্রিতদের সামনে আনন্দমার্গের সামাজিক অনুষ্ঠানের বৈশিষ্ট্যের ওপর আচার্য কাশীশ্বরানন্দ অবধূত বক্তব্য রাখেন৷ উপস্থিত সকলে আনন্দমার্গের এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন৷