আনন্দমার্গ বিধিতে অন্নপ্রাশন ও নামকরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৪শে সেপ্ঢেম্বর,২৩ পুন্দাগ নিবাসী লক্ষ্মীকান্ত ও কুসুম গরাঞের প্রথম পুত্র সন্তান ও চিৎমু নিবাসী বিবেক ও ঊষা গরাঞের প্রথম পুত্রের নামকরণ ও অন্নপ্রাশন পুন্দাগস্থিত বকুল বিতান আনন্দমার্গ আশ্রমে আনন্দমার্গে চর্যাচর্য বিধি অনুসারে পালন করা হয়৷  এই উপলক্ষ্যে তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ কীর্ত্তন, মিলিত সাধনা, বর্ণাঘ্যদান, স্বাধ্যায় ও নামকরণের সার্থকতা ব্যাখ্যা শেষে মূল নামকরণ অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়৷ উপস্থিত সকলে মিলিতভাবে লক্ষ্মীকান্ত ও কুসুম গরাঞের শিশু পুত্রের নাম ‘পীযূষ’ আর বিবেক ও ঊষা গরাঞের শিশু পুত্রের নাম ‘কৌস্তভ’ রাখা হয়৷ সবশেষে প্রীতি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়৷