গত ১১ই ডিসেম্বর আনন্দমার্গ প্রচারক সংঘের বিদ্বদ্গোষ্ঠীর মঞ্চ ‘রেণেসাঁ ইয়ূনিবার্র্সলের উদ্যোগে জাতীয় ওয়েবমিনারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল৷ আলোচনার বিষয় ছিল সমাজ ও দর্শন শাস্ত্রের বিভিন্ন বিষয়ে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর (প্রভাতরঞ্জন সরকার) অবদান৷
আলোচনাসভার সূচনায় প্রভাত সঙ্গীত পরিবেশন করেন সুস্মিতা নাগ৷ ওয়েবিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রাক্তন অধ্যক্ষ প্রেমিলা গুরুমূর্তি৷ গুরুমূর্ত্তির বক্তব্য বিষয় ছিল প্রভাত সঙ্গীতের সারমর্ম৷ তিনি বিভিন্ন ঘরানার প্রভাত সঙ্গীতের ভাব, ভাষা ও ছন্দ বৈচিত্র্যের ওপর আলোচনা করেন৷ নব্যমানবতাবাদী শিক্ষার ওপর বক্তব্য রাখেন প্রফেসর শেফালি পাণ্ড্য৷ প্রফেসর রমাকান্ত মোহালিক সামাজিক মূল্যবোধ ও মানবতার মূলনীতিগুলির ওপর বক্তব্য রাখেন৷ এছাড়া বক্তব্য রাখেন ডক্টর সণৎ কুমার মাহাতো, ডাঃ অনিল প্রতাপ গিরি প্রমুখ৷ অনুষ্ঠানের সভাপতি ছিলেন অধ্যাপক রাজকুমার মোদক৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ডঃ সুনন্দিতা ভৌমিক৷