গত ১৯শে নভেম্বর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মশতবর্ষ উপলক্ষ্যে অনলাইনে একটি আলোচনা চক্রের আয়োজন করেছিল আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের বিদ্বৎ শাখা রেণেসাঁ ইয়ূনিবার্র্সল ও ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়৷ অনুষ্ঠানের সূচনায় প্রভাত সঙ্গীত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ৷ প্রধান অতিথির ভাষণে অধ্যাপক কপিল কাপুর বলেন--- আনন্দমার্গ দর্শনের বহুমুখিতা ও গভীরতা বোঝাতে বুদ্ধিজীবি মহলে ১০০টি অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়েছিল৷ পণ্ডিত সমাজ আনন্দমার্গ দর্শনের সাহিত্য-অর্থনীতি নব্যমানবতাবাদ প্রভৃতি বিষয় নিয়ে গবেষনা করতে বহু বিদ্বৎ-জন এগিয়ে আসেন৷ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহন দেববর্র্ম অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখতে গিয়ে বলেন--- আনন্দমূর্ত্তিজীর দর্শন যুক্তি বিজ্ঞান ও পয়োগভিত্তিক৷
আলোচনা সভার বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ উপাচার্য গোপালচন্দ্র মিশ্র, ডঃ সিরাজুল ইসলাম, অধ্যাপক লক্ষ্মীকান্ত পাঠি ও ডঃ সুনন্দিতা ভৌমিক প্রমুখ৷ অধিবেশনে সভাপতি ছিলেন ডঃ সিন্ধু পাউডিয়াল৷