১৯৯০ সালের ৭ই সেপ্ঢেম্বর আনন্দমার্গের প্রবক্তা প্রবর্তক শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ‘‘আনন্দমার্গ’’ গুরুকুল প্রতিষ্ঠা করেন৷ আনন্দমার্গে গুরুকুল প্রতি বৎসর ৭ই সেপ্ঢেম্বর দিনটিকে প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়৷ এই উপলক্ষ্যে আনন্দনগর রোটান্ডায় (সভাগৃহ) আচার্য বীতমোহানন্দ অবধূতের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়৷ উক্ত সভায় প্রারম্ভিক ভাষণ দেন আচার্য গুরুদত্তানন্দ অবধূত ও বক্তব্য রাখেন যথাক্রমে গুরুকুল মহাসচিব আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত, আনন্দমার্গ কলেজের প্রেসিডেন্ট আচার্য পূর্ণজ্ঞানানন্দ অবধূত ,রেক্টর মাষ্টার আচার্য নারায়ণানন্দ অবধূত, আনন্দমার্গ কলেজের দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ শ্রী তপন কুমার চট্টোপাধ্যায়, রেক্টর (মহিলা বিভাগ) আনন্দনগর অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা, আনন্দমার্গ শিক্ষা অধিকর্তা-১ আচার্য নির্মলশিবানন্দ অবধূত, চেয়্যারম্যান আনন্দনগর নিজপুরসভা আচার্য মুক্তানন্দ অবধূত,অনুষ্ঠানের সভাপতি আচার্য বীতমোহানন্দ অবধূত৷
অনুষ্ঠান শুরু হয় প্রভাতসঙ্গীত ‘‘সবারে করি আহ্বান’’ দিয়ে, মাঝখানে অবধূতিকা আনন্দ তপশিলা আচার্র্য ‘‘আঁধার শেষে আলোর দেশে’’ প্রভাত সঙ্গীত সকলকে মুগ্দ করে দেয়৷ ‘‘আমরা গড়ে নেব গুরুকুল’’ প্রভাত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়৷ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন আচার্য গুরুদত্তানন্দ অবধূত ও প্রিয়কৃষ্ণানন্দ অবধূত৷