গত ৬ই সেপ্ঢেম্বর,২৩ আনন্দমার্গ প্রচারক সংঘের কলকাতার কেন্দ্রীয় আশ্রম সহ বিশ্বের সর্বত্রবিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে কৌষিকী নৃত্য দিবস পালন করা হয়৷ প্রসঙ্গতঃ উল্লেখ্যনীয় ১৯৭৮ সালে ৬ই সেপ্ঢেম্বর মার্গ গুরুদেব কৌষিকী নৃত্যের প্রবর্তন করেন৷ মূলত এই নৃত্য নারীদের জন্য হলেও পুরুষরাও এই নৃত্য অভ্যাস করতে পারে৷ এই নৃত্য নিয়মিত অভ্যাস করতে পারলে শরীর সুস্থ থাকে ও মানসিক বিকাশ লাভ করে৷
এই দিন কেন্দ্রীয় আশ্রমে অপরাহ্ণ সাড়ে তিন ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়, প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর নৃত্য প্রতিযোগিতা শুরু হয়৷ ছেলে ও মেয়েদের পৃথক পৃথক ভাবে সিনিয়র জুনিয়র গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা শুরু হয়৷ এইদিন ছেলেদের তাণ্ডব নৃত্য প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতার শেষে সংঘের বরিষ্ঠ সর্বত্যাগী সন্ন্যাসী কেন্দ্রীয় কমিটির সদস্য আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত,কৌষিকী নৃত্যের তাৎপর্য ব্যাখ্যা করেন৷ সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷