আনন্দমার্গ পদ্ধতিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে জুলাই কোচবিহারের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমতী দীপিকা ভৌমিক পরলোকগমন করেন৷ গত ১লা আগষ্ট আনন্দমার্গীয়  সমাজশাস্ত্রানুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ উক্ত অনুষ্ঠানে প্রভাতসঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন শ্রী কোলেন দাস৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ প্রমিতা আচার্যা৷ প্রয়াতা দীপিকা ভৌমিকের স্মৃতিচারণ করেন শ্রীমতী অনুরাধা সরকার ও অনুষ্ঠানে আনন্দমার্গের শ্রাদ্ধানুষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে বক্তব্য রাখেন শ্রীকালিপদ দেবনাথ৷ অনুষ্ঠানে শতাধিক ব্যষ্টি উপস্থিত ছিলেন৷