আনন্দমার্গ প্রথায় শিশুদ্বয়ের নামকরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৩০শে সেপ্ঢেম্বর’২৪ চিৎমু উপরপাড়া নিবাসী মিঠুন ও জ্যোতি গরাঞের প্রথম সন্তান(কন্যা) আর বকুল ও আদুরী গরাঞের দ্বিতীয় সন্তানের (পুত্র) নামকরণ ও অন্নপ্রাশন আনন্দমার্গ চর্যাচর্য বিধানুসারে আনন্দনগর বাবা স্মৃতিসৌধে অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে তিনঘণ্টা অখণ্ড বাবা নাম কেবলমনাম-সংকীর্তন মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় শেষে নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করা হয়৷ নবাগত পুত্র সন্তানের নাম রাখা হয় তনীশ আর কন্যা সন্তানের নাম রাখা হয় অরুনীমা৷ অনুষ্ঠানে পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দ অনুময়া আচার্য ও অবধূতিকা আনন্দ ব্রতীশা আচার্যা৷