সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহতপুর আনন্দমার্গস্কুলে ২৪শে ফেব্রুয়ারি পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৫শে ফেব্রুয়ারি অখণ্ড কীর্তন ও প্রীতিভোজ অনুষ্ঠিত হল৷ গুরুকুল সচিব আচার্য অভিব্রতানন্দ অবধূত এবং আচার্য সুবোধানন্দ অবধূত যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসন অলংকৃত করেন৷ সভা পরিচালনা করেন প্রাক্তন প্রধান শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌর হরি পাল৷
এপ্রসঙ্গে উল্লেখ্য ইতিপূর্বে আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূতের উপস্থিতি ও সাহচর্যে ৭ই ফেব্রুয়ারি বাকুল্দা আনন্দমার্গ স্কুল এবং ২১শে ফেব্রুয়ারি রঘুনাথবাড়ি আনন্দমার্গ স্কুলেও নিজ নিজ প্রতিষ্ঠানের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সাড়ম্বরে যথোচিত মর্যাদায় সুসম্পন্ন হয়েছে৷