আনন্দমার্গে চর্যাচর্যবিধি মতে বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ই ডিসেম্বর কলকাতা চেতলা নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রীগোপাল রায় চৌধুরীর একমাত্র পুত্র মৃত্যুঞ্জয় রায় চৌধূরীর সহিত বেহালা শিবরামপুর নিবাসী তরুন দাসের কন্যা তানিয়া দাসের শুভপরিণয় আনন্দমার্গ চর্যাচর্য বিধি মতে সুসম্পন্ন হয়৷ বিবাহ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল ঠাকুরপুকুর ক্ষুদিরামপল্লী আনন্দমার্গ জাগৃতিতে৷ অনুষ্ঠানে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য অভিব্রতানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দরেখা আচার্যা৷