আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১২ই এপ্রিল বিহারের পটনায় আনন্দমার্গীয় পদ্ধতিতে এক বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ এই বৈপ্লবিক বিবাহের পাত্র হলেন ঝাড়খণ্ডের ঘাটশিলা নিবাসী শ্রী অংশুমান দত্ত আর পাত্রী হলেন পটনা (বিহার) নিবাসী সুধারঞ্জনা৷ পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য কিষান সুদ আর পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আানন্দ করুণা আচার্র্য৷

Revolutionary marriage