আনন্দমার্গের বিভিন্ন ইয়ূনিটে বিশ্ব যোগ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে গত ২১শে জুন আনন্দমার্গ প্রচারক সংঘের নারী কল্যাণ বিভাগের পক্ষ থেকে পুরুলিয়া জেলার মাগুরিয়া আনন্দমার্গ সুকল ও নিস্তারিনি মহিলা কলেজে প্রায় ২০০ জনকে যোগ প্রশিক্ষণ দেওয়া হয়৷

উক্ত যোগ শিবিরে প্রশিক্ষণ দেন --- অবধূতিকা আনন্দভাবাতীতা আচার্যা ও ব্রহ্মচারিণী মন্দ্রিতা আচার্যা৷ প্রায় ২০০ জন মহিলাকে প্রশিক্ষণ দেন ও যোগের উপর বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷ নিস্তারিনী মহিলা কলেজের প্রিন্সিপাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি খুব খুশী হয়েছেন ও খুব প্রশংসা করেছেন৷ এছাড়াও পুরুলিয়া জেলার বিভিন্ন ইয়ূনিটেও এই যোগ দিবস উপলক্ষ্যে যোগ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ আনন্দনগরে নারীকল্যাণ বিভাগ পরিচালিত  উমা নিবাসেও বিশ্ব যোগ দিবস পালন করা হয়৷

এছাড়া টাটানগরে আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূতের যোগ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷

মেদিনীপুরে ডায়োসিস সচিব আচার্য শিবপ্রেমানন্দ অবধূতের পরিচালনায় পূর্ব পশ্চিম মেদিনীপুরে একাধিক আনন্দমার্গ স্কুলে যোগ প্রশিক্ষণ শিবির পালন করা হয় বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে৷

বনগাঁ আনন্দমার্গ স্কুলে আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূতের পরিচালনায় বিশ্ব যোগ দিবস পালন করা হয়৷