আনন্দমার্গের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৩ই এপ্রিল ডাহিটাঁড় গ্রাম নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী প্রহ্লাদ মাহাতর পৌত্র তথা নরেন্দ্রনাথ মাহাত ও শ্রীমতী যশোদা মাহাতর পুরে শুভ অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে সুসম্পন্ন হ’ল৷ অনুষ্ঠানে প্রথমে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন হয়৷ পরিচালনা করেন আচার্য চিরঞ্জীবানন্দ অবধূত ও আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত৷ স্বাধ্যায় করেন আচার্য দেবপ্রেমানন্দ অবধূত৷ অন্নপ্রাশন অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ এরপর এই অনুষ্ঠানের তাৎপর্যের ওপর বক্তব্য রাখেন আচার্য যোগক্ষেমানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷ অনুষ্ঠানে শিশুর নাম রাখা হয় ‘জীবেশ‘৷ অনুষ্ঠানের পর যথারীতি স্বাত্ত্বিক খাদ্য পরিবেশনের মাধ্যমে প্রীতিভোজের ব্যবস্থা ছিল৷