সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৩শে সেপ্ঢেম্বর দক্ষিণ কলকাতায় সবশুনার ক্ষুদিরামপল্লীতে আনন্দমার্গের ব্লকস্তরীয় সেমিনার অনুষ্ঠিত হয়৷ আচার্য গোবিন্দদেব, আচার্য শুভধ্যানানন্দ অবধূত, আচার্য তথাগতানন্দ অবধূত সেমিনারে আনন্দমার্গের আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷
গত ২৪ মে দক্ষিণকলকাতার চেতলাতেও ব্লকস্তরীয় সেমিনার অনুষ্ঠিত হয়৷ এখানেও উপস্থিত আনন্দমার্গীদের ও সমবেত অন্যান্যদের৷ মধ্যে আনন্দমার্গের আদর্শের সাধনা ও সেবাকার্য নিয়ে আলোচনা করেন৷ বক্তব্য রাখেন আচার্য গোবিন্দ দেব, আচার্য শুভধ্যানানন্দ অবধূত, আচার্য কল্যাণাত্মানন্দ অবধূত প্রমুখ৷