আনন্দমার্গের চর্যাচর্য বিধিতে অন্নপ্রাশণ অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৯শে সেপ্ঢেম্বর দিনহাটা বিশ্বমিত্রা ভবনে শ্রীসোমনাথ বিশ্বাস ও মধুমিতা বিশ্বাসের কন্যার মুখেভাত ও নামকরণ অনুষ্ঠান হয়৷ অনুষ্ঠানের প্রথমে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশিত হয়৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ অভীষা৷ মিলিত ঈশ্বর প্রণিধানের পর বক্তব্য রাখেন আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত৷ এই ধরণের সামাজিক অনুষ্ঠানে কীর্ত্তন ও সাধনার তাৎপর্য ও আনন্দমার্গ সমাজ শাস্ত্রের প্রয়োজন ব্যাখা করেন৷  এরপর মূল অনুষ্ঠান শুরু হয়৷ মূল অনুষ্ঠানটি পরিচালনা করেন অবধূতিকা আনন্দ মনোজিতা আচার্যা৷ শিশুকন্যার নাম রাখা হয় আরাধ্যা৷ পরিশেষে আচার্য দাদা-দিদিরা ও শিশুকন্যার পিতা-মাতা আত্মীয়স্বজনরা আরাধ্যার মুখে অন্ন তুলে দেন৷