আনন্দমার্গের  ফার্ষ্ট ডায়োসিস সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী ২৫, ২৬ ও ২৭শে জানুয়ারী আনন্দমার্গের ফার্ষ্ট ডায়োসিস সেমিনার (মেদিনীপুর, বাঁকুড়া ও মুরি ডায়োসিস) অনুষ্ঠিত হচ্ছে বাঁকুড়ায়৷ এরপর ১, ২ ও ৩ ফেব্রুয়ারী কলকাতাতেই (আনন্দমার্গ আশ্রম, ভি.আই.পি বাজার) অনুষ্ঠিত হচ্ছে কলকাতা, ব্যারাকপুর ও কৃষ্ণনগর ডায়োসিসের ফার্ষ্ট ডায়োসিস সেমিনার৷ আগামী ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারী দুমকাতে অনুষ্ঠিত হবে বর্ধমান, দুমকা ও হুগলী ডায়োসিসের ফার্ষ্ট ডায়োসিস সেমিনার৷ এরপর আগামী ১৫, ১৬ ও ১৭ জানুয়ারী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ ডায়োসিসের  ফার্ষ্ট ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হতে চলেছে আলিপুর দুয়ারে৷ এগুলি হ’ল কলকাতা সার্কেলের সেমিনার৷

শিলং সার্কেলের প্রথম সেমিনার হচ্ছে ত্রিপুরার খোয়াইতে৷ তারিখ ২৫, ২৬, ২৭ জানুয়ারী৷ এটি আগরতলা ডায়োসিসের সেমিনার৷ এর পরের ফার্ষ্ট ডায়োসিস সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামী ১, ২ ও ৩ ফেব্রুয়ারী শিলচরে (শিলচর ডায়োসিস)৷  তৃতীয় ফার্ষ্ট ডায়োসিস সেমিনারটি হবে লামডিং ও কোহিমা ডায়োসিস মিলে৷ সেমিনারের স্থান গোরাজান (নওগাঁ)৷ চতুর্থ ফার্ষ্ট ডায়োসিস সেমিনারটি অনুষ্ঠিত হবে বরপেটা রোডে৷ এটি হবে শিলং ও গুয়াহাটি ডায়োসিসের সেমিনার৷