সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
পাঁশকুড়া ঃ গত ৮ই সেপ্ঢেম্বর যশোড়া আনন্দমার্গ সুকলে পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকে অবস্থিত আনন্দমার্গের সমস্ত সুকলের শিক্ষকদের নিয়ে এক শিক্ষা শিবিরের আয়োজন করা হয়৷ এই শিক্ষা শিবিরে আনন্দমার্গের শিক্ষা বিভাগের কেন্দ্রীয় সচিব আচার্য প্রিয় কৃষ্ণানন্দ অবধূত ও বিশেষ অতিথি আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত (ডায়োসিস সেক্রেটারী) ও ভুক্তিপ্রধান সুভাষ প্রকাশ পাল শিক্ষা সম্পর্কীয় বিভিন্ন বিষয় ও আদর্শ সমাজ নির্র্মণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে ৫০ জন শিক্ষক উপস্থিত ছিলেন৷