মহান দার্শনিক ও ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্ম শতবর্ষ উপলক্ষ্যে তাঁর সর্বানুসূ্যত জীবনদর্শনের ব্যাপক প্রচার ও প্রসারের জন্য প্রতি ডায়োসিসে সেমিনারের কর্মসূচী গ্রহণ করা হয়েছে৷ গত ৪,৫,৬ই ফেব্রুয়ারী কলিকাতা সার্কেলের বিভিন্ন ডায়োসিসে সেমিনার অনুষ্ঠিত হয়৷
কলিকাতা ডায়োসিসের সেমিনার অনুষ্ঠিত হয় তিলজলাস্থিত কেন্দ্রীয় কার্যালয়ের জাগৃতি ভবনে৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য সুতীর্থানন্দ অবধূত৷ তিনদিনের আলোচনা সভায় তিনি আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক ও সামাজিক অর্থনৈতিক বিষয়ে আলোচনা করেন৷ আলোচনার বিষয়বস্তু ছিল সাধনা অভিধ্যান ও কীর্ত্তন, প্রকৃত গুরু কে, সভ্যতা বিজ্ঞান ও আধ্যাত্মিক প্রগতি ও নূ্যনতম প্রয়োজন ও সর্বাধিক সুখ সুবিধা৷ বিষয়গুলির ওপর মূল্যবান ও তথ্য সমৃদ্ধ আলোচনায় উপস্থিত সকলে সমৃদ্ধ হয়েছেন৷
আলোচনার শেষ দিনে অপরাহ্ণে নারায়ণসেবার আয়োজন করা হয়েছিল৷ পাঁচ শতাধিক মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়৷ সমগ্র অনুষ্ঠানটি সূচারুরূপে পরিচালনা করে কলিকাতা ডায়োসিস সচিব আচার্য চিতিবোধানন্দ অবধূত৷
অনুরূপ সেমিনার অনুষ্ঠিত হয়, দুমকা ডায়োসিসে দেওঘরে৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত৷ সেমিনার সংঘটিত করার দায়িত্বে ছিলেন আচার্য সুধাময়ানন্দ অবধূত৷ শিলং সার্কেলে লামডিং ও কোহিমার ডায়োসিসে সেমিনার অনুষ্ঠিত হয় জাগীরোড আনন্দমার্গ স্কুলে৷ প্রশিক্ষক ছিলেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ বিহারে সীতামারিতেও সেমিনার অনুষ্ঠিত হয়৷ প্রশিক্ষক ছিলেন আচার্য বীতমোহানন্দ আবধূত৷