আনন্দমার্গের ত্রি-দিবসীয় সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দপূর্ণিমা ধর্ম মহাসম্মেলনের পর গত ২১,২২,২৩শে জুন শুরু হ’ল আনন্দমার্গের ত্রি-দিবসীয় সেমিনার৷ প্রথম ডায়োসিস স্তরের ত্রি-দিবসীয় সেমিনার অনুষ্ঠিত হয় কলকাতা সার্কেলে আলিপুর ডায়োসিসে কামাখ্যাগুড়ি আনন্দমার্গ স্কুলে, এখানে উপস্থিত ছিলেন সমগ্র উত্তরবঙ্গ ও অসমের গোয়ালপাড়া বনগাই গাঁও প্রভৃতি জেলার মার্গী ভাইবোনেরা৷ শিলং সার্কেলে গুয়াহাটি আনন্দমার্গ স্কুলে গুয়াহাটি ডায়োসিসের মার্গীভাইবোনেরা এই সেমিনারে যোগ দেন ও ভুবনেশ্বর সার্কেলে সম্বল ডায়োসিসে বারকোটে৷ সম্বলপুর ডায়োসিসের প্রতিটি জেলার মার্গী ভাই-বোনেরা সেমিনারে অংশগ্রহণ করেন৷ তিন দিনের এই সেমিনারে প্রথম দিন তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায়ের পর সেমিনারের শুভ উদ্বোধন হয়৷

এছাড়া প্রত্যহ সকাল সন্ধ্যে মিলিত সাধনা, আসন কৌশিকী তাণ্ডবের পর মার্গীয় দর্শনের ওপর আলোচনা হয়৷ তিনদিনের এই সেমিনারে আলোচ্য বিষয় ছিল --- ৰৃহতের আকর্ষণ ও সাধনা,আন্তরিক শক্তির উৎস, প্রমা,অর্থনৈতিক গণতন্ত্র৷ সেমিনারের শেষ দিনে সাংঘটনিক পর্যালোচনার পর মার্গের আদর্শের প্রচার ও প্রসারের কর্মসূচী গ্রহণ করা হয় ও পরবর্তী দ্বিতীয় ডায়োসিস স্তরে সেমিনারের কর্মসূচি ঘোষণা করা হয়৷

গুয়াহাটির সেমিনারে পরিচালনার দায়িত্বে ছিলেন আচার্য প্রমথেশানন্দ অবধূত ও প্রশিক্ষক ছিলেন আচার্য সুতীর্থানন্দ অবধূত ও আচার্য কৃষ্ণপ্রসূনানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ গোপা আচার্যা ও অবধূতিকা আনন্দ রূপাতীতা আচার্যা৷ গুয়াহাটিতে পরিচালনায় ছিলেন আচার্য অমৃতাবোধানন্দ অবধূত৷ প্রশিক্ষক ছিলেন আচার্য বোধীসত্ত্বানন্দ অবধূত ও আচার্য চিতভাষানন্দ অবধূত৷ বারকোটে পরিচালনার দায়িত্বে ছিলেন আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত৷ প্রশিক্ষক ছিলেন আচার্য বাসুদেবানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দরূপাতীতা আচার্যা৷