গত ১৮ ই সেপ্ঢেম্বর বেলিপুরের গোয়ালপাড়া তনয়েন্দ্র হায়ার সেকেন্ডারী স্কুলে যোগসাধনা ও যোগদর্শন সম্পর্কে এক মনোজ্ঞ আলোচনাসভার আয়োজন করা হয়৷ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রাদের উপস্থিতিতে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ তিনি বলেন, প্রায ৭ হাজার বৎসর পূর্বে মানুষের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে যোগেশ্বর শিব এই যোগবিদ্যা পৃথিবীতে প্রচার করেন৷ শিবের সাড়ে তিন হাজার বছর পর মহাযোগী শ্রীকৃষ্ণ এই যোগবিদ্যা পান্ডবদের শিক্ষা দান করেন৷ আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে মহর্ষি পতঞ্জলি যোগদর্শন রচনা করেন৷ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী সমাজের সর্বশ্রেণির কথা ভেবে এই যোগবিদ্যাকে ৪টি স্তরে সুবিন্যস্ত করেন৷ প্রারম্ভিক যোগ, সাধারণ যোগ , সহজ যোগ ও বিশেষ যোগ ৷ সমাজের সর্বশ্রেণির মানুষ নিয়মিত যোগ অভ্যাসের দ্বারা শারীরিক সুস্থতা সহ মানসিক বিকাশ ও আত্মিক প্রশান্তি অর্জন করতে পারে৷ এই যোগভ্যাসের দ্বারা মানবীয় জীবনের দিব্য জীবনে উত্তরণ ঘটবে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়